Naan / নানরুটি

 

Naan

Ingredients:

1.5 tsp fast-action yeast
1 tsp sugar
150ml warm water
300g strong white bread flour, plus extra to dust
1 tsp salt
5 tbsp natural yoghurt
2 tbsp melted ghee or butter, plus extra to brush
A little vegetable oil, to grease
1 tsp nigella (black onion), sesame or poppy seeds (optional)

Method:

Put the yeast, sugar and two tablespoons of warm water in a bowl and stir well. Leave until it begins to froth.

Put the flour and salt into a large mixing bowl and whisk to combine. Stir the yoghurt into the yeast mixture, then make a well in the middle of the flour and pour it in, plus the melted ghee. Mix, then gradually stir in the water to make a soft, sticky mixture that is just firm enough to call a dough, but not at all dry. Tip out on a lightly floured surface and knead for about five minutes until smooth and a little less sticky, then put in a large, lightly oiled bowl and turn to coat. Cover and leave in a draught-free place (the airing cupboard, or an unlit oven) until doubled in size: roughly 90–120 minutes.

Tip the dough back out on to the lightly floured surface and knock the air out, then divide into eight balls (or six if you have a particularly large frying pan). Meanwhile, heat a non-stick frying pan over a very high heat for five minutes and put the oven on low. Prepare the melted ghee and any seeds to garnish.

Flatten one of the balls and prod or roll it into a flat circle, slightly thicker around the edge. Pick it up by the top to stretch it slightly into a teardrop shape, then put it in the hot pan. When it starts to bubble, turn it over and cook until the other side is browned in patches. Turn it back over and cook until there are no doughy bits remaining.

Brush with melted ghee and sprinkle with seeds, if using, and put in the oven to keep warm while you make the other breads.

Please share this post, If you like….

নানরুটি

উপকরণ:

ময়দা ৫০০ গ্রাম
ইস্ট আড়াই চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
চিনি ২ টেবিল চামচ
লবণ ১ চা চামচ
কুসুম গরম পানি
তরল দুধ অল্প.
ঘি ময়দা মাখানোর জন্য ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
মাখন ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন,

১. গরম দুধের সঙ্গে ইস্ট ও চিনি মিশিয়ে রেখে দিন।
২. ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। মিশ্রণের সাথে গরম দুধের ও ইস্ট এর মিশ্রণ ভাল ভাবে মেখে নিন। মিশ্রণ টি বাটিতে ভালো ভাবে ঢেকে ১ ঘণ্টা রাখতে হোবে। পরে ডো তৈরি করে ঢেকে আবার গরম জায়গায় রেখে দিন।
৩. ফুলে উঠবে যখন তখন পছন্দ অনুযায়ী শেপ করে নান বানান। ওপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।
৪. ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেন প্রি-হিট করুন। গ্রিজ করা বেকিং ট্রেতে নানরুটি রেখে ৭-৮ মিনিট বেক করে নিন। ওভেন থেকে বের করে মাখন ব্রাশ করে নিন। মাইক্রো ওভেন এ ১ মিনিটেই নানরুটি করা যায়।

পোস্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন এবং লাইক দিন।

Add a Comment