Orange Jelly / অরেঞ্জ জেলী

 

Orange Jelly

Place the water and sugar in a saucepan over a low heat and stir until the sugar dissolves.

Sprinkle the Gelatine over the surface of the water and stir in until dissolved.

Remove from the heat and add the orange juice. Pour into individual moulds and place in the fridge until set.

Decorate with blueberries, raspberries and mint leaves.

Please share this post, If you like….

অরেঞ্জ জেলী

উপকরণ :

পানি ১ কাপ
চিনি পৌনে এক কাপ
আগারাগার ১ চা চামচ
অরেঞ্জ কালার ১ মিটি
অরেঞ্জ ফ্লেভার ১ চা চামচ
ন্যাচারাল অরেঞ্জ জুস ১ কাপ।

যেভাবে তৈরি করবেন :

সমস্ত উপকরণ একসাথে চুলায় জ্বাল দিন, হাতে আঠা আঠা ভাব মনে হলে নামিয়ে কোন গ্লাসে বা বৈয়মে জমতে দিন। ঠান্ডা হলে জমে গেলে পরিবেশন করুন।

আফরোজা জামান
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০৫, ২০১০

পোস্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন এবং লাইক দিন।

Add a Comment