Spiced tea / মশলা চা

 

Spiced tea

Spiced tea, used to complete the Spice disease resistance. Just like a cup of hot tea with spices used to increase the size of the benefits. As a result of the use of herbal teas or spices they contain caffeine doses to help digestion than ordinary milk tea this tea is less harmful. This tea is very nice to work seasonal colds and cough to prevent. The same may be the presence of tea with assorted spices Spice solve your various problems.

Spiced tea can be hot or cold drink. However, choosing to get hot. Spiced tea made this quite easy. Let’s see how the spices and tea can be made in a short time.

Ingredients

Water 2 Cup
Cardamom 2 piece
Cinnamon-2 piece
Cloves 3/4 piece
Joan -1 / 4 teaspoon
2 Teaspoon sugar
2 teaspoon of tea
Milk 2 Cup

Method

In a tea pot water and cardamom, cinnamon, cloves and Joan mixed tougher and cooked well . Then let the tea leaves.
When the mixture cooked well and then let sugar.
When waten trued to half then mixed milk.

please Share this post, if u like.

মশলা চা

মশলা চায়ে ব্যবহার্য সকল মশলাই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। শুধু গরম মশলার ব্যবহার যেন এক কাপ চা পানের উপকারিতা বাড়িয়ে দেয় বহুগুণ। চায়ে ভেষজ বা মশলা ব্যবহারের ফলে এরা পরিপাকে সাহায্য করে।এতে অল্প মাত্রায় ক্যাফেইন থাকে বলে সাধারণ দুধ চা অপেক্ষা এই চা কম ক্ষতিকর। মৌসুমি সর্দি ও কাশি প্রতিরোধেও এই চা অত্যন্ত চমৎকার কাজ দেয়। মশলা চায়ে একই সঙ্গে হরেক রকম মশলার উপস্থিতি হতে পারে আপনার নানাবিধ সমস্যার সমাধান।

মশলা চা গরম বা ঠান্ডা অবস্থায় পান করা যেতে পারে। তবে গরম অবস্থায় পান করাই শ্রেয়। সুস্বাস্থ্যকর এই মশলা চা তৈরি করা বেশ সহজ। আসুন জেনে নেই অল্প সময়ে কিভাবে মশলা চা তৈরি করা যায় ।

উপকরণঃ

পানি-২ কাপ
এলাচ- ২টি
দারূচিনি-২ টি
লবঙ্গ- ৩/৪টি
জোয়ান-১/৪ চা চামচ
চিনি-২ চা চামচ
চা পাতা- ২ চা চামচ
দুধ-২ কাপ

প্রস্তুত প্রণালীঃ

-পাত্রে পানি নিয়ে তাতে এলাচ,দারুচিনি ,লবঙ্গ ও জোয়ান গূড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন । অতঃপর তাতে চা পাতা দিন। ।অল্প আঁচে মিশ্রণ্টিকে ফুটান ।
-যখন মিশ্রণটি ফুটতে শুরু করবে তখন তাতে চিনি দিন ।
-পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে তাতে দুধ মেশান ।
-এই অবস্থায় আরো ২ মিনিট ফুটান এবং নিমিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন ।
-চায়ের মিষ্টতা বাড়াতে চাইলে চিনির সাথে মধু মেশাতে পারেন ।

পোস্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন এবং লাইক দিন।

Add a Comment