Creamy Oreo Delight

উপকরন

ওরিও বিস্কুট – ২ প্যাকেট

বাটার – ২ টে চা

জেলোটিন – ২ টে চা

ক্রিম – ১০০ গ্রাম

কনড্যেন্স মিল্ক – ৫০ গ্রাম

টক দই ( পানি ঝরানো ) – ৫০ গ্রাম

চকলেট সিরাপ – ২ টে চা

প্রণালী

১। ওরিও বিস্কুট গুলো ভেঙ্গে গুড়ো করে বাটার দিয়ে মিশিয়ে নিব, সারভিং প্যান  এ বিস্কুট গুড়ো চেপে চেপে ছেট করে ৩০ মিনিট ফ্রিজে রাখব।

২। জেলোটিন ২ টে চা পানি দিয়ে গুলে রাখব।

৩। ক্রিম, কনড্যেন্স মিল্ক, টক দই ( পানি ঝরানো ) এক সাথে ভালভাবে মিশিয়ে নিব।  জেলোটিন ৩০ সেকেন্ড

ম্যাইক্রো ওভেনে গলিয়ে হাল্কা ঠাণ্ডা করে ক্রিমের মিশ্রণে মিশিয়ে নিব।

৪। ওরিও এর প্যান টি বের করে অর্ধেক ক্রিম ঢেলে আবার ফ্রিজে রেখে, বাকি অর্ধেক ক্রিমের সাথে চকলেট সিরাপ

মিশিয়ে ক্রিম লেয়ারের উপর ঢেলে দিব।

৫। উপরে কিছু গুড়ো ওরিও ছিটিয়ে ডিজাইন করে নিব।

৬। এবার ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা সার্ভ করব দারুন মজার ক্রিমি ওরিও ডিলাইট।

ভিডিও রেসিপি

Add a Comment