Sub Sandwich / সাব স্যান্ডউইচ

 

Sub Sandwich

Ingredients

Buns
Meat
Cheese
Mayo
George Foremen for toasting
Lettuce
Tomato
Green Pepper
Salt and Pepper

Method:

1.Spread the slices with mayonnaise, mustard, or other condiments of your choice. For a different flavor, drizzle oil and vinegar or a vinaigrette salad dressing lightly over the whole thing.

2.Add thinly sliced sandwich meats of your choice.

3.Add cheese if you wish.

4.Try toasting your sandwich in the oven or toaster oven to heat up the meat and melt the cheese.

5.Add veggies, such as onions, tomato, sliced olives, sliced green peppers, lettuce, spinach, sprouts, and any other additions you’d like into your sandwich.

6.Add pickles or relish if you like that sort of thing.

7.Sprinkle with salt and pepper to taste.

সাব স্যান্ডউইচ

উপকরণঃ

মুরগীর মাংস কুচি ১/২ কাপ
লম্বা বন রুটি ১ টি
টমেটো সস
মেওনিজ
চিজ (ইচ্ছা)
বাধাঁকপি কুচি ১/২ কাপ

প্রণালীঃ

মুরগীর মাংস কুচি করে অল্প তেলে ভেজে লবন ও গোলমরিচ দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ
করুন।
বন রুটিটি মাঝ বরাবর কাটুন, নিচের অংশের উপর মেওনিজ ও টমেটো সস দিন। তার উপর বাধাঁকপি কুচি ও মুরগীর মাংস কুচি দিয়ে তার উপর চিজ দিয়ে আবার মেওনিজ ও টমেটো সস দিন।
বন রুটির উপরের অংশ টি বসিয়ে দিন।
একটি প্যান গরম করে বন রুটিটি চেপে রাখুন যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয়, একই ভাবে বন রুটির অপর সাইড টি ও ক্রিস্পি করুন নামিয়ে পরিবেসন করুন।
* যে কোন শেপ এর বন রুটি দিয়ে আপনি এটি করতে পারেন।

পোস্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন এবং লাইক দিন।

Add a Comment