Watermelon juice / তরমুজের জুস

 

Watermelon juice

INGREDIENTS

1 watermelon/tarabūj
gulkand/rose petal jam – 2-3 tbsp or sugar (optional)
rock salt or black salt – optional
chaat masala – optional
ice cubes

INSTRUCTIONS

chop the watermelon. remove the seeds.
in a blender add the chopped watermelon and gulkand. blend well.
serve watermelon juice in glasses topped with ice cubes.
optionally you can also add some chaat masala and black salt while serving the watermelon juice.

Please share this post, If you like…..

তরমুজের জুস

উপকরণ :

তরমুজের টুকরো ১ কাপ
চিনি পরিমাণমত
বিটলবণ অল্প
বরফ কুচি এক কাপ
লেবুর রস ও পুদিনা পাতা কয়েকটি।

প্রস্তুত প্রণালী :

তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন একটি ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, চিনি, বিট লবণ, লেবুর রস এবং কয়েকটি পুদিনার পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়ে তা ছেঁকে বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা তরমুজের জুস।

পোস্টটি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন এবং লাইক দিন।

Add a Comment